পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ाभा देवळेक এক শ্রোতা। আপনাদের সমবায় আসার আগে কি খেতে পেতাম না । প্রচারক। কেন বাজে কথা বল, বাপু । তোমাদের সে খাওয়া কি খাওয়া ছিল,—না আধমরা থাকাকে বাচা বলে। দশ বিশ বছর পরে কী হবে সেটা ভাবা তো তোমাদের ধর্মে নেই, নইলে বুঝতে দেশের ছেলেদের উন্নতির জহো কী রকম আয়োজন চলেছে। তোমরা যে কত বৈাক সেটুকু বুঝলেও কাজ হয়। এই কবছর আগে যখন ও-গ্রামের জমিদার-বাড়ি ভাঙা হল, তখন তোমাদের স্কুল-তৈরির জন্তে মালমশলা দিতে চেয়েছিল,—বয়ে আনতে হবে বলে তোমরা নিলে না। পরে তে চাদা তুলে সেই স্কুল করতে হল, তাও কি সোজায়,-চাদার টাকা আদায়ই হয় না। স্কুল হয়ে খুশি হওনি, এখন বুকে হাত দিয়ে বলতে পার ? সমবায়ের কোন কাজটা অষ্ঠায় হয়েছে বলে তো দেখি । দমকল করে দিয়েছে, জলাগুলোর উপর সাকো বসিয়েছে, সমবায়ে যোগ দিলে কত সস্তায় জিনিসপত্র পাও— দ্বিতীয় শ্রোতা । রেখে দিন আপনার সমবায়, সমবায়ের কথা আলাদা— o প্রচারক। আলাদা তো বটেই। যেমন-কে-তেমনি থাকলে আজও সম্রাটের আমলার ঠেলার মজা বুঝতে, সেসব দিনের যন্ত্রণা তো হজম করে বসে আছ। " আসল ব্যাপার কী তা বুঝেছি। ফাক তালে ধনী হবার লোভ ছাড়তে পারছ না । কিন্তু খবরদার। সে পথে গেলে মরবে। ও মায়া পুষে রেখো না । কর্তারা কুধনীর ওষুধ জানে, তা তো দেখতেই পেয়েছ। ধরা পড়লে ছাড়নছোড়নের আশা কোরো না। প্রবাসী মশায় নতুন এসেছেন, তোমাদের ফোপানিতে তিনি ভুলতে পারেন, আমরা ভুলব না। তোমরা ইচ্ছে কর, আর নাই o