পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভয় নেই ভনতে ভনতে এ ভাবের কথা মাঝে মাঝে বলতে হয়েছে ; সত্যি কথায় কখনো ইষ্ট বৈ অনিষ্ট হয় না তাই বলেছি, তাতে তোমাদের মন খারাপ হবার কিছু নেই। দেশের, জাতের সমাজের উত্থান পতন লেগেই আছে, পতনের সময় বিষণ্ণ হলে আবার উত্থানের দেরি হওয়া ছাড়া, লাভ কিছু নেই। সে কথা তোমরা প্রত্যেকে মনে রেখে। প্রত্যেক “তুমি” যা করবে তাই জড়িয়ে “তোমাদের" করা হবে। , তোমার অভিধান থেকে অসাধ্য আর নৈরাপ্ত এই দুটো কথা কেটে দিয়ে। সমস্ত আসে মেটাবার জন্তে সংকট আসে পার হবার জষ্ঠে ; দুঃখ আসে শক্তি জাগাবার জন্তে । রাত যত ঘনিয়ে আসে উষা তত এগিয়ে আসে, সে কথা ভুলে না। অন্তর্যামী ভৎর্সনাকে যদি ভয় করে চল, তাহলে জগতে আর কিছুর ভয় থাকবে না,—মৃত্যুরও না ; বিশেষত যদি আমার জায়গায় সর্বদা "আমাদের’ ভাবনা করা অভ্যেস কর । আমি মরলে আমরা সকলে তো মরব না। তোমার জীবনমৃত্যু যদি এমন হয় যে, তাতে তোমাদের সকলের আরো ভালোভাবে বাচার সুযোগ হবে, তাহলে সেই সকলের মধ্যে তুমি অমর হয়ে থাকবে। পূর্বজন্মের কর্মফল নিয়ে বৃথা মাথা বকিয়ে না। সে বিষয়ে ঠিক জানারও উপায় নেই, তা নিয়ে তোমার করারও কিছু নেই। প্রতি মুহূর্তেই তোমার নবজন্ম, লে মুহূর্তে তুমি স্বর্গে থাকবে কি নরকে থাকৰে, সেটা তোমার হাতে। পরকাল নিয়েই বা ভাবনা কেন। ইহকালট .ফুরলে তবে না পরকাল। যে কালে আছ, সেই বতর্মান কালট ভালো করে কাটাতে পারলে, ভাৰীকাল আপনিই সামলে যাবে। ভালো করে কাল কাটানে কাকে বলে। পদে পদে "তোমার” এবং ר לכי