সত্যাগ্ৰহ সংকল্প আসবে, যদি ভূমানন্দের সে নাম দেওয়া অন্তায় না হয়। কিন্তু মাকপথে শান্তি চাওয়া মানে তো বিপদ ডেকে আনা, ঝিমোতে ঝিমোতে আবছায়া লোকে ঘুরে মর, হারেরই মতে stalemate-এ খেলা শেষ করা । স্থিতপ্রজ্ঞ না হলে ভালে খেলোয়াড় হয় না, তা খুব মানি। যে স্থিতপ্রজ্ঞ সে ভবের ছবি, লীলার নিয়ম, মনে এমনি বসিয়ে নিয়েছে যে, তাকে পথ খোজার জন্তে ধাকুবাকু করতে হয় না। উপরের আলোকে সে কখনো চোখের আড়াল হতে দেয় না, এগিয়ে না চললে পিছতে হবুে তা সে কখনো ভোলে না। কিন্তু সে চঞ্চল নয় বলে মোটেই শান্ত নয়। সে জানে আবেগ শান্ত হলেই সব মাটি, কাজেই শাস্তির প্রার্থনা করে না, সে চায় আবেগ, তীব্র আবেগ, যাতে যত শীঘ্র সম্ভব ঞ্জিতে উঠে যেতে পারে। অতএব এসো, আমরাও আগ্ৰহ কামনা করি, আগ্রহের চর্চা করি, সত্যাগ্রহে খেলায় মাতি, তাহলে স্বয়ং লীলাময়, যার নাম সভ্য, তিনি নিশ্চয় সঙ্গে সঙ্গে থাকবেন-জিত হবেই হবে। সত্যমেব জয়তে ।
পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/১৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।