পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাটির কথা যে-যার রাজ্যে থিতিয়ে বলল, বিজ্ঞান ও হাজির হল মানুষের খিদমত করতে ; তবু কেন যে-মরু সেই-মরু খ খ করছে। - ইমারত যত উচু, ভিত তার মতো-মতো চওড়া না হলে ষা হয়, মানুষের সেই রকমের দশাট হয়েছে—তার হৃদয় উদার না ছুতেই বুদ্ধিটা বেজায় চড়ে গেছে। মামুষে মামুষে ভালোবালার টান না থাকলে বুদ্ধিকে বাগ মানাবে কী দিয়ে। তাই মাঝে মাঝে হালছাড়া বিজ্ঞানের কেরামতি দেখে অবাক হতে হয়—দুঃখ না হলে হালি C*マ সবে সেদিন খবরের কাগজে পড়া গেল মার্কিনদেশে দর বাড়াবার জষ্ঠে হাজার হাজার বস্তা গম পুড়িয়ে ফেলার অদ্ভুত কাও ৷ য়ুরোপেরও একটা গল্প বলি। ১৯৩৪ সালে জর্মানীর বিজ্ঞানের ঠেলায় গমের এমনি ফলন হল যে, দেশের লোকে খেয়ে শেষ করতে পারে না, পাঠিয়ে দিলে দিনেমার-গোরুকে খাওয়াতে। সেথানে আবার গোরু এত বেড়ে গেল যে, গো-খাদক জাতেও তার সদ্ব্যবহার করে উঠতে পারল না, কলে পিশে তাদের হাড়েমাসে পিণ্ডি পাকিয়ে ওলন্দাজ গুয়োরেরeখাবার বলে চালান গেল। সেখানে শুয়োর বংশের বাড়াবাড়ি আরম্ভ হওয়ায়, শুয়োরখেকোরও হল অরুচি, শুয়োর মেরে সার দিতে লাগল নতুন আবাদী জমিতে,—যাতে আবার বোন হল গম। বলিহারি যাই চক্করের বাহার : সার দিয়ে বেড়ে যায় গম গোরুতে খায় সেই বাড়তি গম বাড়তি গোরু দিয়ে খাওয়াল শুয়োর খেতের সার হল বাড়তি গুয়োর ২৯