পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধরে ! ধরে । ওগো ঘরে-বাইরের নাতি-নাতনীরা। অনেক মঙ্গার জিনিল জুটিয়ে এনেছি, সব ধরে— লক্ষ্মণ যেমন ফল ধরেছিল, ওরকম বোকার মতো নয়— পড়বে, ভাববে, আমোদ করবে ব'লে। তোমাদের মা-বাপের একটু গম্ভীর হয়ে পড়েছেন, তাই, চুপিচুপি বলি, সাবধানের মার নেই। কানটা যদি আমার দিকে রাখ, আমার কথা শোনার সুবিধে তো হবেই, ওদিক থেকে মলানির উয়টাও কম থাকবে। তোমাদের দাদ।