পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুলশীলের রহস্য জনন-কোষগুলোকে এক একটা গ্রামের মতো ভাবা যাক, যার মধ্যে গুণের জননিকাগুলি যেন তাতি ছুতোর কামার কুমোর কাসারি, পাচ রকমের কারিগর। তার পর মনে করা যাক, কতৃপক্ষের একটা নুতন গ্রাম পত্তন করার ইচ্ছে হয়েছে। - হুকুম জারি হল—* ক, খ, এই দুই গ্রাম থেকে পাচ রকমের পাঁচ জন করে, মোট দশ জন কারিগর সদরে পাঠানো হোক, তার মধ্যে থৈকে পাচজন বাজাই করে গ-গ্রামে বসানো হবে।” এই পাচ জোড়া কারিগর জড় হলে তাদিকে একটা অন্ধকার ঘরে পোর হল, যার দরজা কোনদিকে তারা কেউ জানে না হাতড়াহাতড়ি করে দরজা পেয়ে সেখান থেকে প্রথমে যে পাঁচজন বেরিয়ে এল, তারা যে যার বাড়ি ফিরে গেল। যে পাচজন পিছিয়ে থেকে আটক পড়ে গেল, তাদিকে পাঠানো হল গ-গ্রামে বাস করতে | এই যে অন্ধকারে টিল-মারা গোছের কারিগর বাছাই, নতুন গ্রাম সম্পর্কে এর ফলাফল একটু ভেবে দেখা যাক। - প্রথমেই তো বোঝা যাচ্ছে যে, গ-গ্রামে পাচজন গেল বটে, কিন্তু তারা পাচরকমের কারিগর নাও হতে পারে। অন্ধকারে ঠেলাঠেলির পর হয়তে ক-খ-গ্রামের দুই তাতি নতুন গ্রামে যাবার দলে ধরা পড়ল, দুই কামারই ছাড়া পেয়ে নিজের গ্রামে ফিরে গেল। গুনতিতে ঠিক রইল, রকমে হল বেশ কম। সে অবস্থায় প্রথম ফল এই দেখা । যাবে যে, গ-গ্রামে র্তীতের কাজ চলবে জোরে, কিন্তু সে গ্রামের লোককে লোহার জিনিস বাইরে থেকে কিনে আনতে হবে। আবার ধরে, ঋ-গ্রামের তাতি বোনে শুধু মোট ধুতি, খগ্রামের তাতি ফুল-পেড়ে শাড়ি বুনতে জানে ; অথচ গ-গ্রামে ԵՎ)