পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাসংকট মামলার নিম্পত্তি না হতেই তা নিয়ে মন্তব্য-প্রকাশ অপরাধের মধ্যে গণ্য, গাছে কাঠাল থাকতে গোফে তেল দিলে সেটা অপবাদের কারণ হয়ে থাকে। এই নজির অনুসারে প্রজনন-পরীক্ষা আর একটু না এগোলে ভাবী ফলাফলের মুখস্বপ্ন দেখে জিভে জল না আনাই সমীচীন । তাই বলে মামুষের হিতৈষী বিজ্ঞানীদের সফলত কামনায় দোষ নেই। তবে কিনা, USSR-কী জয় । ইকার আগে আরো একটু বিবেচনা করা লাগবে। ঈশণসংকট খ্ৰীস্টান সাধক বলেন, প্রেমের কারণে পিতৃস্বরূপ পরমেশ্বর সৃষ্টির মধ্যে বহু হলেন,—শুধু তা নয়, এমনি আত্মহারা হলেন যে, জগতে তাকে খুজে পাওয়া যায় না, বিজ্ঞান দিয়ে তাকে ধরা-ছোয়ার চেষ্টা বৃথা । গ্রেমের জোরে নিজের মধ্যে পরমাত্মাকে উপলব্ধি করলে তবে মাতৃরূপা জীবাত্মা পুত্র-ভগবানকে নবজন্ম দেন । আমাদের ঋষি আর এক ভাবে বলেছেন, জগতের মধ্যে যত জগৎ, ঈশা সে সব ছেয়ে আছেন। কৃষ্টি হল প্রবাহের মধ্যে প্রবাহ। যেটুকু আমাদের গোচরে আছে তাতেই দেখতে পাই,-বিশ্বের মস্ত বড়ো ইতিহাসের মধ্যে সৌরজগতের অভিব্যক্তি, তার ভিতর এই পৃথিবীর অভু্যদয়, পৃথিবীর উপর নানা প্রাণীর জীবনধারা, এক এক জাতের প্রাণীর মধ্যে কত ব্যক্তি, ব্যক্তির মধ্যে কত কোষ, কোষের মধ্যে নতুন ব্যক্তির জননিকা। জড়পদার্থও ক্রমশই নিরেট বস্তুর কোঠা ছেড়ে প্রবাহের দলে এসে পড়েছে। কোনো না কোনো ঈশার প্রভাবে তো এই সব প্রবাহগুলি যে-যার b/S