পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88૨ বিষবৃক্ষ প্রতি দৃষ্টি করিতে লাগিল। হীরা তখন যেন অন্যমনবশতঃ বাক্স বন্ধ করিতে ভুলিয়া গিয়া, কুন্দকে প্রবোধ দিতে লাগিল। এমত সময় অকস্মাৎ সেই প্রাতঃকালে নগেন্দ্রের পুরীমধ্যে মঙ্গলজনক শঙ্খ এবং হুলুধ্বনি উঠিল। বিস্মিত হইয়া হীরা ছুটিয়া দেখিতে গেল। মন্দভাগিনী কুন্দনন্দিনী সেই অবকাশে কৌট হইতে বিষের মোড়ক চুরি করিল। অষ্টচত্বারিংশত্তম পরিচ্ছেদ কুন্দের কার্য্যতৎপরতা হীরা আসিয়া শঙ্খধ্বনির যে কারণ দেখিল, প্রথম তাহার কিছুই বুঝিতে পারিল না। দেখিল, একটা বৃহৎ ঘরের ভিতর গৃহস্থ যাবতীয় স্ত্রীলোক, বালক এবং বালিকা সকলে মিলিয়া কাহাকে মণ্ডলাকারে বেড়িয়া মহাকলরব করিতেছে। যাহাকে বেড়িয়া তাহারা কোলাহল করিতেছে—সে স্ত্রীলোক—হীরা কেবল তাহার কেশরাশি দেখিতে পাইল । হীরা দেখিল, সেই কেশরাশি কৌশল্যাদি পরিচারিকাগণ সুস্নিগ্ধ তৈলনিষিক্ত করিয়া, কেশরঞ্জিনীর দ্বারা রঞ্জিত করিতেছে। যাহার। তাহকে মণ্ডলাকারে বেড়িয়া আছে, তাহারা কেহ হাসিতেছে, কেহ কঁাদিতেছে, কেহ বকিতেছে, কেহ আশীৰ্ব্বচন কহিতেছে। বালক বালিকার নাচিতেছে, গায়িতেছে, এবং করতালি দিতেছে। সকলকে বেড়িয়া বেড়িয়া কমলমণি শাক বাজাইতেছেন ও হুলু দিতেছেন, এবং কাদিতে কঁাদিতে হাসিতেছেন—এবং কখন কখন এদিক ওদিক্‌ চাহিয়, এক একবার মৃত্য করিতেছেন। দেখিয়া হীরা বিস্মিত হইল। হীরা মণ্ডলমধ্যে গলা বাড়াইয়া উকি মারিয়া দেখিল। দেখিয়া বিস্ময়বিহ্বল হইল। দেখিল যে, সূৰ্য্যমুখী হৰ্ম্মতলে বসিয়া, সুধাময় সস্নেহ হাসি হাসিতেছেন। কৌশল্যাদি র্তাহার রুক্ষ কেশভার কুসুম-সুবাসিত তৈলসিক্ত করিতেছে। কেহ বা তাহ রঞ্জিত করিতেছে ; কেহ বা আৰ্দ্ৰ গাত্রস্ত্রক্ষণীর দ্বারা তাহার গাত্র পরিমার্জিত করিতেছে। কেহ বা তাহার পূর্বপরিত্যক্ত অলঙ্কারসকল পরাইতেছে। সূৰ্য্যমুখী সকলের সঙ্গে মধুর কথা কহিতেছেন–কিন্তু লজ্জিত, একটু একটু অপরাধিনী হইয়া মধুর হাসি হাসিতেছেন। তাহার গণ্ডে স্নেহমুক্ত অশ্রু পড়িতেছে। সূৰ্য্যমুখী মরিয়াছিলেন, তিনি আসিয়া আবার গৃহমধ্যে বিরাজ করিতেছেন, মধুর হাসি হাসিতেছেন, ইহা দেখিয়াও হীরার হঠাৎ বিশ্বাস হইল না। হীরা অফুটস্বরে একজন পৌরস্ত্রীকে জিজ্ঞাসা করিল, “হঁ। গী, কে গা ?”