পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38%. বিষবৃক্ষ সেই অবধি দেক্ষেত্রের মৃত্যুশয্যা কণ্টকময় হইল। মৃত্যুর অল্প পূর্বেই জরকালীন প্রলাপে দেবেন্ত্র কেবল বলিয়াছিল, “পদপল্লবমূদ্বারং” “পদপল্লবমুদ্বার"। দেবেস্ত্রের মৃত্যুর পর, কত দিন তাহার উষ্ঠানমধ্যে নিশীথ সময়ে রক্ষকে ভীতচিত্তে শুনিয়াছে যে, স্ত্রীলোক গায়িতেছে— “স্মরগরলখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পাপল্লবযুদ্বারং।" আমরা বিষবৃক্ষ সমাপ্ত করিলাম। ভরসা করি, ইহাতে গৃহে গৃহে অমৃত ফলিবে। সমাপ্ত