পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠভেদ Sty পৃ. ৩৬, পংক্তি ১২, “আমিই ভ্রান্ত বোধ হয়। র্তাহার কোন” স্থলে “আমিই ভ্রান্ত । বোধ হয় তাহার কোন” এইরূপ ছিল । পৃ. ৩৮, পংক্তি ৮, “গেল গেলই।” কথা ছুইটির পর ছিল— আমি আপনার বিষয় রাখিতে পারিলে বাচি । পৃ. ৩৮, পংক্তি ২৪, “না, এ প্ৰেম” স্থলে “না কিছুই নয়—এ প্রেম” ছিল । পৃ. ৩৯, পংক্তি ১৫, ১৭, “দাদাবাবুর” কথাটির স্থানে দুই জায়গায় “দাদার” ছিল। ২২-২৩, “থাকিতেও ভাই—.-বলিলেন, “তা” কথা কয়টির স্থানে ছিল— থাকিতেও ভাই তোমার হাত ছাড়া হলো । তা পৃ. ৪১, পংক্তি ১, “এখন” কথাটির স্থলে “তখন” ছিল । পৃ. ৪৪, পংক্তি ১৮, “গিল্পী” কথাটির স্থলে “বউ” ছিল । ২০, “দাদাবাবু” স্থলে “দাদা” ছিল । ২৬, “মুখ গম্ভীর হইল।” এই কথাগুলির পর ছিল— মনে মনে ভাবিলেন, “ভাল কথা ত নয় । ইটুটি মারিলেই পাটুকেলটি খেতে হয়। দাদা ইট খেয়েছেন— ছুড়ি পাটুকেল খেয়ে বসে আছে। আমার শ্ৰীশচন্দ্র মন্ত্রীবর কাছে নাই—কাহাকেই বা পরামর্শ জিজ্ঞাসা করি ?” পৃ. ৪৫, পংক্তি ২, “আমি তোর দিদি—” কথাগুলির পর ছিল— আমি তোকে বোনের মত ভাল বাসি– পৃ. ৪৫, পংক্তি ৬, “দাদাবাবুকে” কথাটির স্থলে "দাদাকে” ছিল । ১২, “ন যে— ‘মুরিয়া কুন্দের” কথাগুলির স্থলে ছিল— না যে দাদা তোকে ভাল বাসে " ঘুরিয়া সেই পৃ. ৪৫, পংক্তি ২১, “নহিলে নয়।” কথা দুইটির পর ছিল— চক্ষের আড়াল হইলে, দাদাও ভুলিবে, তুইও ভুলিবি । নহিলে তুই বয়ে গেলি, দাদা বয়ে গেল, বউ বয়ে গেল পৃ. ৪৫, পংক্তি ২৩, “মনে করিয়া দেখু —” কথা কয়টির স্থলে ছিল— মনে করিয়া দেখ—দাদা কি হয়েছে, বউ কি হয়েছে " -