$43 বিষবৃক্ষ পৃ. ৪৫, পংক্তি ২৬-২৭, “নগেন্দ্রের মঙ্গলার্থ-স্বীকৃত হইল।” এই কথা কয়টি ছিল না। - পৃ. ৪৬, পংক্তি ৭, ”সখি কলঙ্কেরি ফুল ।” এই কথা কয়টির পর একটি স্থা তারকচিহ্ন ছিল এবং পাদটীকার ছিল— (*) রাগিণী শঙ্কর-অাড় খেমটা । পৃ. ৪৬, পংক্তি ২৩, “গিল্পী মশাই” কথা দুইটির স্থলে “ভাই, বউ” ছিল । পৃ. ৪৭, পংক্তি ২৩, “দাসীবৃত্তি” স্থলে “দাস্যবৃত্তি" ছিল। পৃ. ৪৯, পংক্তি ৪, “জামাই বাবুকে” স্থলে “ঠাকুরজামাইকে” ছিল। ১৩, “শ্বেতপ্রস্তররচিত” কথাটির স্থলে “শ্বেতপ্রস্তররচিতহম্ম্যসংশ্লিষ্ট’ ছিল। । পৃ. ৪৯, পংক্তি ২১, “নিঃশব্দ সরোবরকে শদিত” কথা কয়টির স্থলে ছিল— সরোবরের শব্দহীনতা ভঙ্গ পৃ.৫০, পংক্তি ২, “উঠিতেছিল, পড়িতেছিল, ফুটিতেছিল, নিবিতেছিল” কথা কয়টির স্থলে ছিল— * উঠিতেছে, পড়িতেছে, ফুটিতেছে, নিবিতেছে পৃ. ৫০, পংক্তি ২২, “আলো” কথাটির স্থলে “আমলো” ছিল। - পৃ. ৫১, পংক্তি ১-২, “কমল কি কথাটি...সে ঐ কথাই ।” অংশটুকু ছিল না। ১১, “কে জানে?” কথা দুইটির পূৰ্ব্বে ছিল— কমলের মন রাখা কথা—আমায় কেন ভাল বাসিবেন ? ভা, কমল মন রাখা কথা বলবে কেন ? পৃ. ৫১, পংক্তি ১৫, “সৰ্ব্বনাশ” কথাটির স্থলে “অমুখী” ছিল। পৃ. ৫২, পংক্তি ৪ “এই কি সূৰ্য্যমুখীর” কথা কয়টির স্থলে “এই কি তোমার সূৰ্য্যমুখীর" ছিল। পৃ. ৫২, পংক্তি ১৪, “কুন্দ ” কথাটির পর “কালি” ছিল। ২০, “র্বাচিয়া আছি” স্থলে “র্বাচিয়াছিলাম” ছিল। ২১, “মদ খাই” স্থলে “মদ্যপ হইয়াছি” ছিল।
পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।