পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ : এই সেই }} তাহার ব্যয় আধি দিব। আর যতদিন সে তোমাদিগের বাটতে থাকিবে, ততদিন আমি তাহার ভরণপোষণের ব্যয়ের জন্য মাসিক কিছু টাকা দিব।” নগেন্দ্র যদি নগদ টাকা ফেলিয়া দিতেন, তাহা হইলে অনেকে র্তাহার কথায় স্বীকৃত হইতে পারিত। পরে নগেন্দ্র চলিয়া গেলে কুন্দকে বিদায় করিয়া দিত, অথবা দাসীবৃত্তিতে - নিযুক্ত করত। কিন্তু নগেন্দ্র সেরূপ মূঢ়তার কার্য্য করিলেন না। স্বতরাং নগদটাক ন৷ দেখিয়া কেহই তাহার কথায় বিশ্বাস করিল না। . তখন নগেন্দ্রকে নিরুপায় দেখিয়া এক জন বলিল, “স্যামবাজারে ইহার এক মাসীর বাড়ী আছে। বিনোদ ঘোষ ইহার মেসো। আপনি কলিকাতায় যাইতেছেন, যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া সেইখানে রাখিয়া আসেন, তবেই এই কায়স্থকন্যার উপায় হয়, এবং আপনারও স্বজাতির কাজ করা হয়। e অগত্যা নগেন্দ্র এই কথায় স্বীকৃত হইলেন। এবং কুন্দকে এই কথা বলিবার জন্য তাহাকে ডাকিতে পাঠাইলেন। চাপা কুন্দকে সঙ্গে করিয়া লইয়া আসিল। আসিতে আসিতে দূর হইতে নগেন্দ্রকে দেখিয়া, কুন্দ অকস্মাং স্তম্ভিতের স্থায় দাড়াইল। তাহার পর আর পা সরিল না। সে বিস্ময়োৎফুল্ললোচনে বিমূঢ়ার স্থায় নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। চাপ কহিল, “ও কি, দাড়ালি যে ?” কুন্দ অঙ্গুলিনির্দেশের দ্বারা দেখাইয়া কহিল, “এই সেই।” চাপ কহিল, “এই কে ? কুন্দ কহিল, “যাহাকে মা কাল রাত্রে আকাশের গায়ে দেখাইয়াছিলেন।” তখন চাপাও বিস্মিতা ও শঙ্কিণ হইয়া দাড়াইল। বালিকার অগ্রসর হইতে হইতে সঙ্কুচিত হইল দেখিয়া, নগেন্দ্র তাহাদিগের নিকট আসিলেন এবং কুন্দকে সকল কঞ্জ বুরাইয়া বলিলেন। কুন্দ কোন উত্তর করিতে পারিল না; কেবল বিস্ময়বিস্ফারিতলোচনে নগেন্ত্রের প্রতি চাহিয়া রহিল।