পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SR o বিষবৃক্ষ • বিশ্বাস, এইরূপ নানা বিষয়ের সমালোচন হইতেছে। কোন কৃষ্ণবর্ণ স্কুলাঙ্গী, প্রাঙ্গণে এক মহাস্ত্ররূপী বঁটি, ছাইয়ের উপর সংস্থাপিত করিয়া মৎস্তজাতির সদ্যঃপ্রাণসংহার করিতেছেন, চিলের বিপুলাঙ্গীর শরীরগৌরব এবং হস্তলাঘব দেখিয়া ভয়ে আগু হইতেছে না, কিন্তু ছুই একবার ছে৷ মারিতেও ছাড়িতেছে না ! কোন পঙ্ককেশা জল আনিতেছে, কোন ভীমদশনা বাটনা বাটতেছে। কোথাও বা ভাণ্ডারমধ্যে দাস পাচিক এবং ভাণ্ডারের রক্ষাকাটি --- এই তিন জনে তুমুল সংগ্রাম উপস্থিত। ভাণ্ডারকত্রী তর্ক করিতেছেন যে, যে ঘৃত দিয়াছি, তাহাই হায্য খরচ–পাচিক তর্ক করিতেছে যে, হায্য খরচে কুলাইবে কি প্রকারে ? দাসী তর্ক করিতেছে যে, যদি ভাণ্ডারের চাবি খোলা থাকে, তাহা হইলে আমরা কোনরূপে কুলাইয়া দিতে পারি। ভাতের উমেদারীতে অনেকগুলি ছেলে মেয়ে, কাঙ্গালী, কুকুর বসিয়া আছে। বিড়ালের উমেদারী করে না—তাহারা অবকাশমতে “দোষভাবে পরগৃহে প্রবেশ” করত বিনা অনুমতিতেই খাদ্য লইয়া যাইতেছে । কোথাও অনধিকারপ্রবিষ্ট কোন গাভী লাউয়ের খোলা, বেগুনের ও পটলের বোট এবং কলার পাত অমৃতবোধে চক্ষু বুজিয়া চৰ্ব্বণ করিতেছে। এই তিন মহল অন্দরমহলের পর, পুষ্পোছান । পুষ্পোপ্তান পরে, নীলমেঘখণ্ডতুল্য প্রশস্ত দীর্ঘিকা। দীঘিকা প্রাচীরবেষ্টিত। ভিতর বাটার তিন মহল ও পুষ্পোন্তানের মধ্যে খিড়কীর পথ। তাহার দুই মুখে দুই দ্বার । সেই ফুই খিড়কী । ঐ পথ দিয়া অন্দরের তিন মহলেই প্রবেশ করা যায়। 单 o বাড়ীর বাহিরে আস্তাবল, হাতিশালা, কুকুরের ঘর, গোশাল, চিড়িয়াখানা ইত্যাদি স্থান ছিল । কুঁন্দনন্দিনী, বিস্মিতনেত্রে নগেন্দ্রের অপরিমিত ঐশ্বৰ্য্য দেখিতে দেখিতে শিবিকারোহণে অন্তঃপুরে প্রবেশ করিল। সে সূৰ্য্যমুখীর নিকটে আনীত হইয়া, তাহাকে প্রণাম করিল। সূৰ্য্যমুখী আশীৰ্ব্বাদ করিলেন। নগেন্দ্রসঙ্গে, স্বপ্নদৃষ্ট পুরুষরূপের সাদৃশ্ব অনুভূত করিয়া, কুন্দনন্দিনীর মনে মনে এমত সন্দেহ জন্মিয়াছিল যে, তাহার পত্নী অবশ্ব তৎপরদুষ্ট স্ত্রীমূৰ্ত্তির সদৃশরূপা হইবেন ; কিন্তু স্বৰ্য্যমুখীকে দেখিয়া সে সন্দেহ দূর হইল কুন্দ দেখিল যে, সূৰ্য্যমুখী আকাশপটে দৃষ্ট নারীর স্যায় শ্বামাঙ্গী নহে। সূৰ্য্যমুখী পূর্ণচন্দ্রতুল্য তপ্তকাঞ্চনবর্ণ। র্তাহার চক্ষু মুন্দর বটে, কিন্তু কুন্দ যে প্রকৃতির চক্ষু স্বপ্নে দেখিয়াছিল, এ সে চক্ষু নহে। সূৰ্য্যমুখীর চক্ষু সুদীর্ঘ, অলকম্পর্শী ভ্ৰযুগসমাশ্রিত, কমনীয় বঙ্কিমপল্লবরেখার মধ্যস্থ, স্থূলকৃষ্ণতারাসনাথ,