|s বিষবৃক্ষ f গোড়াপত্তন । বিষবৃক্ষে বঙ্কিমচন্দ্রের প্রার্থিত ফল ফলিয়াছিল। 'বিষবৃক্ষ প্রকাশ হইতে আরম্ভ হইবার সঙ্গে সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্ত্য উভয়বিধ শিক্ষায় শিক্ষিত পণ্ডিতেরা বাংলা ভাষার প্রতি দীর্ঘ দিনের অবহেলা বিশ্বত হইয়। এই অপুৰ্ব্ব চমকপ্রদ কাহিনীর অনুসরণ করিতে লাগিলেন। এক বিষবৃক্ষের দ্বারা বঙ্কিমচন্দ্রের মনের গোপন উদ্দেশু পরিমাণে সাধিত হইল। "বিষবৃক্ষ’ প্রকাশের পর বাংলার শিক্ষিত মহলে যে আলোড়ন উপস্থিত হইয়াছিল, সমসাময়িক সমালোচনায় তাহার পরিচয় আছে। ক্যালকাটা , রিভিউ পত্রের সমালোচক লিখিয়াছিলেন— সমগ্র গত বৎসর ধরিয়া এই উপন্যাসখানি প্রত্যেক বাঙালীবাবুর বৈঠকখানায় বিরাজমান দেখা যাইত ॥৫ •o - 漫 প্লীশ্রনাথ এই প্রসঙ্গে লিখিয়াছেন— বঙ্গদর্শনে যে জিনিষটা সেদিন বাংলা দেশের ঘরে ঘরে সকলের মনকে নাড়া দিয়েছিল সে হচ্চে বিষবৃক্ষ। এর পূৰ্ব্বে বঙ্কিমচন্ত্রের লেখনী থেকে দুর্গেশনন্দিনী কপালকুণ্ডল মৃণালিনী লেখা হয়েছিল। • কিন্তু সেগুলি ছিল কাহিনী। ইংরেজীতে যাকে বলে রোম্যান্স। আমাদের প্রতিদিনের জীবযাত্র থেকে দূরে এদের ভূমিকা। সেই দূরত্বই এদের মুখ্য উপকরণ ...বিষবৃক্ষে কাহিনী এসে পৌছল আখ্যানে। ষে-পরিচয় নিয়ে সে এল তা আছে আমাদের অভিজ্ঞতার মধ্যে —‘প্রবাসী; তজ্ঞ, আশ্বিন, পৃ. ৮০৬-৭। ১২৮০ বঙ্গাব্দে [ ১৮৭৩ খ্ৰীষ্টাব্দ, ১লা জুন ] 'বিষবৃক্ষ প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয়। পৃষ্ঠা-সংখ্যা ছিল ২১৩। প্রথম সংস্করণের আখ্যাপত্রটি এইরূপ— BBB S BBBBS i DDDDD DBBBBB SBBB S BBBBS BBBBB BBBD DD BBBS বঙ্গ্যোপাধ্যায় কর্তৃক মুদ্রিত। । કરના 11 - - ~বঙ্গদর্শনে প্রকাশিত পাঠের সহিত প্রথম সংস্করণের পুস্তকের পাঠের বিশেষ পার্থক্য নাই। বঙ্কিমচন্দ্রের জীবিতকালে বিষবৃক্ষের আটটি সংস্করণ হইয়াছিল। বঙ্কিমচন্দ্র শেষ পর্যাস্তু ইহার সামান্তই পরিবর্তন করিয়াছিলেন। প্রথম ও শেষ (অষ্টম) সংস্করণের পাঠ পরিঙ্গিষ্টে প্রদর্শিত হইয়াছে। \ throughout the whole of last year. It is qhite of a different character from its predecessors. While the others were all historical, “men affa women as they are, and life as it is,” is the motto of the present one.”—The Calcutta Review, No. oxiv, Critical Notices, p. v.-vi. - - . . . . .
- “This novel...was to be baitakhana of every Bengali Babu