魏 Bv z रेिश्ड़्क्र এক্ষণে হীরার বয়স বিংশতি বৎসর। বয়সে সে প্রায় অন্যান্ত দাসীগণ অপেক্ষ কনিষ্ঠ। তাহার বুদ্ধির প্রভাবে এবং চরিত্রগুণে সে দাসমধ্যে শ্রেষ্ঠ বলিয়া গণিত হইয়াছিল। হীরা বাল্যবিধবা বলিয়া গোবিন্দপুরে পরিচিত। কেহ কখন তাহার স্বামীর কোন প্রসঙ্গ শুনে নাই । কিন্তু হীরার চরিত্রেও কেহ কোন কলঙ্ক শুনে নাই। তবে হীরা অত্যন্ত মুখর, সধবার ন্যায় বেশবিন্যাস করিত, এবং বেশবিস্তাসে বিশেষ প্রীতা ছিল । হীরা আবার সুন্দরী—উজ্জল শু্যামাঙ্গী, পদ্মপলাশলোচনা । দেখিতে খৰ্ব্বাকুতা ; মুখখানি যেন মেঘঢাকা চাদ ; চুলগুলি যেন সাপ ফণা ধরিয়া ঝুলিয়া রহিয়াছে। হীরা আড়ালে বসে গান করে ; দাসীতে দাসীতে ঝগড়া বাধাইয়৷ তামাস দেখে ; পাচিকাকে অন্ধকারে ভয় দেখায় ; ছেলেদের বিবাহের আবদার করিতে শিখাইয়া দেয় ; কাহাকে নিদ্রিত দেখিলে চুণ কালি দিয়া সং সাজায়। কিন্তু হীরার অনেক দোষ । তাহ। ক্রমে জানা যাইবে । আপাততঃ বলিয়া রাখি, হীরা আতর গোলাপ দেখিলেই চুরি করে । সূৰ্য্যমুখী হীরাকে ডাকিয়া কহিলেন, “ঐ বৈষ্ণবীকে চিনিস্ ?” হীরা। না। আমি কখন পাড়ার বাহির হই ন –আমি বৈষ্ণবী ভিখারী কিসে চিনিব ? ঠাকুরবাড়ীর মাগীদের ডেকে জিজ্ঞাস কর না। করুণা কি শীতলা জানিতে পারে। সূৰ্য্য। এ ঠাকুরবাড়ীর বৈষ্ণবী নয়। এ বৈষ্ণবী কে, তোকে জানতে হবে। এ বৈষ্ণবীই বা কে, আর বাড়াই বা কোথায়? আর কুন্দের সঙ্গে এত ভাবই বা কেন ? এই সকল কথা যদি ঠিক জেনে এসে বলিতে পারিস, তবে তোকে নুতন বারাণসী পরাইয। সং দেখিতে পাঠাইয়া দিব। নূতন বারাণসীর কথা শুনিয়া হীরার পাচ হাত বুক হইল, জিজ্ঞাসা করিল, “কখন জানিতে যেতে হবে ?” ら স্থ । তোর যখন খুসি। কিন্তু এখনও ওর পাছু পাছু না গেলে ঠিকানা পাবি না। হীরা । আচ্ছা । . স্থ। কিন্তু দেখিস যেন বৈষ্ণবী কিছু বুঝিতে না পারে। আর কেহ কিছু বুঝিতে ন। পারে । ● এমত সময়ে কমল ফিরিয়া আসিল । সূৰ্য্যমুখী তাহাকে পরামর্শের কথা সব w “སེམས་། বলিলেন। শুনিয়া কমল খুসি হইলেন । ইরাকে বলিলেন, “আর পারিস্ ত মাগীকে - ছুটে বাবলার র্কাট ফুটিয়ে দিয়ে আসিস্!”
পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।