फूबिक فرا • \ দ্বিতীয় সংস্করণ র্কাটালপাড়া হইতেই ১২৮২ বঙ্গাব্দে বাহির হয়, পৃষ্ঠা-সংখ্যা ছল ২১৪। পরবর্তী সংস্করণগুলির প্রকাশ-কাল ও পৃষ্ঠা-সংখ্যা এইরূপ : তৃতীয়—১৮৮e, ১২ ; চতুর্ধ-১২৮৮, ২১২ ; ষষ্ঠ–১৮৮৭, ২৪৯ ; সপ্তম–১৮৯৮, ২৪৯ এবং অষ্টম১৮৯২, ২৪৮। পঞ্চম সংস্করণের পুস্তক আমরা দেৰি নাই। "বিষবৃক্ষ’ প্রকাশিত হইলে ‘বেঙ্গল ম্যাগাজিনে রেভারেও লালবিহারী দে ও ‘সেমিপ্রকাশে পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ ইহার বিষয়-বস্তু ও রচনারীতির উপর কিঞ্চিৎ কটাক্ষ করেন, এতদ্ব্যতীত প্রায় সকল সমালোচকই বিষবৃক্ষের ভূয়সী প্রশংসা করিয়াছিলেন। 'বিষবৃক্ষ' লইয়া সেকালের এবং একালের সাময়িক-পত্রে, বঙ্কিমচন্দ্রের জীবনীগুলিতে এবং বিভিন্ন সমালোচনা-গ্রন্থে বহুবিধ আলোচনা হইয়াছে। বহু সমালোচক কুন্দনন্দিনী ও স্বৰ্য্যমুখীর চরিত্রের তুলনামূলক আলোচনা করিয়াছেন ; অনেকে হীরা ও নগেন্দ্রের চরিত্র বিশ্লেষণ করিয়াছেন এবং কেহ কেহ কমলমণি ও সূর্য্যমুখীর সম্পর্ক-বিচার করিয়াছেন। এগুলির মধ্যে পূর্ণচন্দ্র বসুর কাব্য-সুন্দরী’ ও ‘সাহিত্য-চিন্তা' ; মহেশ্রনাথ মজুমদারের ‘সাহিত্য ও সমাজ' ; শচীশচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম-জীবনী ; হারাণচন্দ্র রক্ষিতের “বঙ্গসাহিত্যে বঙ্কিম ; ললিতকুমার বন্দ্যোপাধ্যায়ের কাব্যক্ষুধা" ; অক্ষয়কুমার দত্তগুপ্তের বঙ্কিমচন্দ্র' ; শ্ৰীকুমার বন্দ্যোপাধ্যায়ের বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা ; রমেশচন্দ্র দত্তের The Literature of Bengal or oth. Sã, cowto A Literary History of India প্রভূতির নাম উল্লেখযোগ্য। নবীনচন্দ্র সেনের ‘আমার জীবনে এবং ‘সাধনা’ ও ‘প্রদীপ’ পত্রিকায় প্রকাশিত শ্ৰীশচন্দ্র মজুমদার মহাশয়ের "বঙ্কিম বাবুর প্রসঙ্গে” কিছু কিছু কৌতুককর খবর আছে। 'বিষবৃক্ষে'র নৈতিকতা লইয়৷ ইহার স্বয়ং বঙ্কিমের সহিত আলোচনা করিয়ছিলেন। ১৮৭৭ খ্ৰীষ্টাব্দের গোড়ায় কাটালপাড়ায় বঙ্কিমচন্দ্রের সহিত নবীনচন্দ্র প্রথম সাক্ষাৎ করিতে যান। আমার জীবনের দ্বিতীয় ভাগে (পৃ. ৩৬৬) এই সাক্ষাতের বিবরণ অাছে। তন্মধ্যে 'বিষবৃক্ষ-প্রসঙ্গ এইটুকু— - “তিনি কি পড়িবেন আমাকে জিজ্ঞা করিলেন। অক্ষ বাৰু[অক্ষয়চন্দ্র সরকার] আমাৰে আগেই শিখাইবা রাখিয়াছিলেন। বলিলাম—বিষবৃক্ষ । তিনি—“কোন স্থান পড়িব ?” S DDSD DD BBBB DDBBDS DB BBBBB BBB BBBB BBBBBB BB BBDD তাহার পতি-প্রাণতা দেখাইয়া পত্র লিখিয়াছেন, সে স্থান পড়িতে লাগিলেন। কিছুক্ষণ পড়িয়া কাদিয়া ফেলিলেন, এবং বলিলেন—"বিষবৃক্ষ জামি পড়িতে পারি না। তুমি আগু কিছু শুনিতে r *
পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।