পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষড়বিংশ পরিচ্ছেদ ঃ কাহার আপত্তি ty(t কমল । না পারি, দাদার সম্মুখে মরিব । ঐশ। তা পরিবে না। তবে নুতন ভাইজের নাক কাটিয়া আনিতে পরিবে। চল, সেই উদ্দেশ্যে যাই । তখন উভয়ে গোবিন্দপুর যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। পরদিন প্রাতে র্তাহার নৌকারোহণে গোবিন্দপুর যাত্রা করিলেন। যথাকলে তথায় উপস্থিত হইলেন। বাটতে প্রবেশ করিবার পূর্বেই দাসীদিগের এবং পল্লীস্থ স্ত্রীলোকদিগের সহিত সাক্ষাৎ হইল, অনেকেই কমলমণিকে নৌকা হইতে লইতে আসিল । বিবাহ হইয়। গিয়াছে কি না, জানিবার জন্য র্তাহার ও র্তাহার স্বামীর নিতান্ত ব্যগ্রতা জন্মিয়াছিল, কিন্তু দুই জনের কেহই এ কথা কাহাকে জিজ্ঞাসা করিলেন না—এ লজ্জার কথা কি প্রকারে অপর লোককে মুখ ফুটিয়া জিজ্ঞাসা করেন ? অতি ব্যস্তে কমলমণি অন্তঃপুরে প্রবেশ করিলেন ; এবার সতীশ যে পশ্চাতে পড়িয়া রহিল, তাহ ভুলিয়া গেলেন। বাটার ভিতর, প্রবেশ করিয়া, স্পষ্ট স্বরে, সাহসশুন্ত হইয়া দাসীদিগকে জিজ্ঞাসা করিলেন যে, “সূর্য্যমুখী কোথায় ?” মনে ভয়, পাছে কেহ বলিয়া ফেলে যে বিবাহ হইয়। গিয়াছে—পাছে কেহ বলিয়া ফেলে সূৰ্য্যমুখী মরিয়াছে। দাসীরা বলিয়া দিল, সূৰ্য্যমুখী শয়নগৃহে আছেন। কমলমণি ছুটিয়া শয়নগৃহে গেলেন । প্রবেশ করিয়া প্রথমে কাহাকেও দেখিতে পাইলেন না । মুহূৰ্ত্তকাল ইতস্ততঃ নিরীক্ষণ করিলেন । শেষে দেখিতে পাইলেন, ঘরের কোণে, এক রুদ্ধ গবাক্ষসন্নিধানে, অধোবদনে একটি স্ত্রীলোক বসিয়া আছে। কমলমণি তাহার মুখ দেখিতে পাইলেন না ; কিন্তু চিনিলেন যে সূৰ্য্যমুখী। পরে সূৰ্য্যমুখী তাহার পদধ্বনি পাইয়া উঠিয়া কাছে আসিলেন। সূৰ্য্যমুখীকে দেখিয়া কমলমণি, বিবাহ হইয়াছে কি না, ইহা জিজ্ঞাসা করিতে পারিলেন ন—স্বৰ্য্যমুখীর কাধের হাড় উঠিয়া পড়িয়াছে—নবদেবদারুতুল্য সূৰ্য্যমুখীর দেহতরু ধমুকের মত ভাঙ্গিয়া পড়িয়াছে, সূৰ্য্যমুখীর প্রফুল্ল পদ্মপলাশ চক্ষু কোটরে পড়িয়াছে—স্বৰ্য্যমুখীর পদ্মমুখ দীর্ঘাকৃত হইয়াছে। কমলমণি বুঝিলেন যে, বিবাহ হইয়। গিয়াছে। জিজ্ঞাসা করিলেন, “কবে হলে ?” সূৰ্য্যমুখী সেইরূপ মৃত্যুস্বরে বলিলেন, “কাল।” তখন তুই জনে সেইখানে বসিয়া নীরবে কঁাদিতে লাগিলেন-কেহ কিছু বলিলেন না। স্বৰ্য্যমুখী কমলের কোলে যাথা লুকাইয়া কাদিতে লাগিলেন,—কমলমণির চক্ষের জল র্তাহার বক্ষে ও কেশের উপর পড়িতে লাগিল।