এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
> o S রাতের দান পথের শেষে নিবিয়া অাসে আলো, গানের বেলা আজ ফুরালো । কী নিয়ে তবে কাটিবে তব সন্ধ্যা ? রাত্রি নহে বন্ধ্যা, অন্ধকারে না-দেখা ফুল ফুটায়ে তোলে সে যে— যাহার মধুকণা বনভূমির প্রত্যাশাতে গোপনে ছিল ব’লে গিয়েছে কবে আকাশপথে চলে তোমার উপবনের মৌমাছি কৃপণ বনবীথিকাতলে বৃথা করুণা যাচি । আঁধারে-ফোটা সে ফুল নহে ঘরেতে আনিবার, সে ফুলদলে গাঁথিবে না তো হার ; সে শুধু বুকে আনে গন্ধে-ঢাকা নিভৃত অনুমানে দিনের ঘন জনতা-মাঝে হারানো আঁখিখানি, মৌনে-ডোবা বাণী ; সে শুধু আনে পাই নি যারে তাহারি পরিচিতি, ঘটে নি যাহা ব্যাকুল তারি স্মৃতি।