পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o (t মরণমাতা মরণমাতা, এই-যে কচি প্রাণ বুকের এ যে তুলাল তব, তোমারি এ যে দান। ধুলায় যবে নয়ন আঁধা, জড়ের স্তৃপে বিপুল বাধা, তখন দেখি তোমারি কোলে নবীন শোভমান । নবদিনের জাগরণের ধন, গোপনে তারে লালন করে তিমির-আবরণ। পর্দাঢাকা তোমার রথে বহিয়া আনো প্রকাশপথে নূতন আশা, নূতন ভাষা, নূতন আয়োজন। চ’লে যে যায় চাহে না আর পিছু, তোমারি হাতে সঁপিয়া যায় যা ছিল তার কিছু । তাহাই লয়ে মন্ত্র পড়ি নূতন যুগ তোলো যে গড়ি— নূতন ভালোমন্দ কত, নূতন উচুনিচু।