এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সাওতাল মেয়ে اهتاه وخ আমি দেখি চেয়ে, ঈষৎ সংকোচে ভাবি— এ কিশোরী মেয়ে পল্লীকোণে যে ঘরের তরে করিয়াছে প্রফুটিত দেহে ও অন্তরে নারীর সহজ শক্তি আত্মনিবেদনপরা শুশ্রষার স্নিগ্ধস্থধা-ভরা, আমি তারে লাগিয়েছি কেন কাজে করিতে মজুরি— মূল্যে যার অসম্মান সেই শক্তি করি চুরি পয়সার দিয়ে সিধকাঠি । সাওতাল মেয়ে ওই ঝুড়ি ভরে নিয়ে আসে মাটি।