এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
IS X 8 মিলনযাত্রা চন্দনধুপের গন্ধ ঠাকুরদালান হতে আসে, শান-বাধা আঙিনার এক পাশে শিউলির তল আচ্ছন্ন হতেছে অবিরল ফুলের সর্বস্বনিবেদনে । গৃহিণীর মৃতদেহ বাহির প্রাঙ্গণে আনিয়াছে বহি ; বিলাপের গুঞ্জরণ স্ফীত হয়ে ওঠে রহি রহি ; শরতের সোনালি প্রভাতে যে আলোছায়াতে খচিত হয়েছে ফুলবন মৃতদেহ-আবরণ আশ্বিনের সেই ছায়া-আলো অসংকোচে সহজে সাজালো । জয়লক্ষ্মী এ ঘরের বিধবা ঘরনী আসন্ন মরণকালে তুহিতারে কহিলেন, ‘মণি, আগুনের সিংহদ্বারে চলেছি যে দেশে যাব সেথা বিবাহের বেশে । আমারে পরায়ে দিয়ে লাল চেলিখানি, সীমস্তে সি দুর দিয়ে টানি ।