পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ণ্ড ভীষণ বাকাচোরা শাখা তব কত কী সংকেতে অন্ধকারে শঙ্কা রেখেছিল পেতে । বিকৃত বিরূপ মূর্তি মনে মনে দেখেছিল তারা তোমার তুর্গমে দিশাহারা । আদিম সে অারণাক ভয় রক্তে নিয়ে এসেছিনু আজিও সে কথা মনে হয় । বটের জটিল মূল আকাবাকা নেমে গেছে জলে— মসীকৃষ্ণ ছায়াতলে দৃষ্টি মোর চলে যেত ভয়ের কৌতুকে, তুরুত্রুে বুকে ফিরাতেম নয়ন তখনি । যে মূর্তি দেখেছি সেথা, শুনেছি যে ধ্বনি সে তো নহে আজিকার । বহু লক্ষ বর্ষ আগে সৃষ্টি সে তোমার । হে ভীষণ বনস্পতি, সেদিন যে নতি মন্ত্র পড়ি দিয়েছি তোমারে, আমার চৈতন্ততলে আজিও তা আছে এক ধারে । ২ অগস্ট, ১৯৩২