পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>\う8 বাধা তেমনি সে নারী নিশ্চল-হৃদয়ভারে-ভারী কেঁদে বলে, “কী ধনে আমার প্রেম দামি সে যদি না বুঝেছিল, তুমি অন্তর্যামী, তুমিও কি এরে চিনিবে না ? মানবজন্মের সব দেন। শোধ করি লও, প্রভু, আমার সর্বস্ব রত্ব নিয়ে। তুমি যে প্রেমের লোভী মিথ্যা কথা কি এ !’ ‘লও লও’ যত বলে খোলে না যে তার হৃদয়ের দ্বার | সারাদিন মন্দিরা বাজায়ে করে গান, ‘লও তুমি লও ভগবান ! ৩ অগস্ট ১৯৩২