পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতীতের ছায়া মহা-অতীতের সাথে আজ আমি করেছি মিতালি— দিবালোক-অবসানে তারালোক জালি ধ্যানে যেথা বসেছে সে রূপহীন দেশে ; যেথা অস্তসূর্য হতে নিয়ে রক্তরাগ গুহাচিত্রে করিছে সজাগ তার তুলি ম্ৰিয়মাণ জীবনের লুপ্ত রেখাগুলি ; নিমীলিত বসন্তের ক্ষাস্তগন্ধে যেখানে সে গাথিয়া অদৃশ্যমালা পরিছে নিবিড় কালোকেশে ; যেখানে তাহার কণ্ঠহারে দুলায়েছে সারে সারে প্রাচীন শতাব্দীগুলি শান্তচিত্তদহনবেদনা মাণিক্যের কণা | সেথা বসে আছি কাজ ভুলে অস্তাচলমূলে ছায়াবীথিকায় । রূপময় বিশ্বধারা অবলুপ্তপ্রায় গোধূলিধূসর আবরণে, অতীতের শূন্ত তার স্থষ্টি মেলিতেছে মোর মনে ।