এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Svob- পথিক উদার আকাশে আমার মুক্তি দেখি মন তব কঁাদিছে কি ? এ মুক্তিপথে তুমি পেতে চাও ছাড়া, তুয়ারে লেগেছে নাড়া । বাধনে বাধনে টানি রচিলে আসনখানি, দেখি তোমার আপন সৃষ্টি তাই— শূন্তত ছাড়ি সুন্দরে তব আমার মুক্তি চাই। ৩ অগস্ট ১৯৩২