পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 8 o অপ্রকাশ বিকশিত স্থলপদ্ম পবিত্র সে, মুক্ত তার হাসি, পূজায় পেয়েছে স্থান আপনারে সম্পূর্ণ বিকাশি। ছায়াচ্ছন্ন যে লজ্জায় প্রকাশের দীপ্তি ফেলে মুছি, সত্তার ঘোষণাবাণী স্তব্ধ করে, জেনো সে অশুচি । উধব শাখা বনস্পতি যে ছায়ারে দিয়েছে তাশ্রয় তার সাথে আলোর মিত্রতা, সমুন্নত সে বিনয় । মাটিতে লুটিছে গুল্ম সর্ব অঙ্গ ছায়াপুঞ্জ করি, তলে গুপ্ত গহবরেতে কীটের নিবাস । হে সুন্দরী, মুক্ত করে। অসম্মান, তব অপ্রকাশ-আবরণ। হে বন্দিনী, বন্ধনেরে কোরো না কৃত্রিম আভরণ । সজ্জিত লজ্জার খাচী, সেথায় আত্মার অবসাদ— অর্ধেক বাধায় সেথা ভোগের বাড়ায়ে দিতে স্বাদ ভোগীর বাড়াতে গর্ব খর্ব করিয়ো না আপনারে খণ্ডিত জীবন লয়ে আচ্ছন্ন চিত্তের অন্ধকারে । ৬ মাঘ [ ১৩৩৮ ]