পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুর্ভাগিনী তোমার সম্মুখে এসে, তুর্ভাগিনী, দাড়াই যখন নত হয় মন । যেন ভয় লাগে লয়ের আরম্ভেতে স্তব্ধতার আগে । এ কী তুঃখভার, কী বিপুল বিষাদের স্তম্ভিত নীরন্ধ্র অন্ধকার ব্যাপ্ত করে আছে তব সমস্ত জগৎ, তব ভূত ভবিষ্যৎ । প্রকাণ্ড এ নিস্ফলতা, অভ্ৰভেদী ব্যথা দাবদগ্ধ পর্বতের মতে খররৌদ্রে রয়েছে উন্নত লয়ে নগ্ন কালো কালো শিলাস্তৃপ ভীষণ বিরূপ । அ2 > 8 S