এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
গরবিনী 〉8@t মুক্ত আমি ধুলিতলে, মুক্ত আমি অনাদৃত মলিনের দলে । যত চিহ্ন লাগে দেহে, আশঙ্কিত প্রাণের শক্তিতে শুদ্ধ হয়ে যায় সে চকিতে । সম্মুখে আমার দেখো শালবন, সে যে সাধারণ | সবার একান্ত কাছে আপনাবিস্মৃত হয়ে আছে। মধ্যাহ্নবাতাসে শুষ্ক পাত ঘুরাইয়া ধুলির আবর্ত ছুটে আসে— শাখা তার অনায়াসে দেয় নাড়া, পাতায় পাতায় তার কৌতুকের পড়ে সাড়া । তবু সে অম্লান শুচি, নির্মল নিশ্বাসে চৈত্রের আকাশে বাতাস পবিত্র করে সুগন্ধবীজনে । অসংকোচ ছায়া তার প্রসারিত সর্বসাধারণে । সহজে নির্মল সে যে দ্বিধাহীন জীবনের তেজে । আমি সাধারণ । তরুর মতন আমি, নদীর মতন । মাটির বুকের কাছে থাকি ; আলোরে ললাটে লই ডাকি যে আলোক উচ্চনীচ ইতরের—