পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» 8 ግ প্রলয় আকাশের দূরত্ব যে চোখে তারে দূর বলে জানি, মনে তারে দূর নাহি মানি । কালের দূরত্ব সেও যত কেন হোক-না নিষ্ঠুর তবু সে দুঃসহ নহে দূর । আঁধারের দূরত্বই কাছে থেকে রচে ব্যবধান, চেতনা আবিল করে, তার হাতে নাই পরিত্রাণ শুধু এই মাত্র নয়— সে-যে সৃষ্টি করে নিত্যভয় । ছায় দিয়ে রচি তুলে আঁকাবাক৷ দীর্ঘ উপছায়া, জানারে অজানা করে— ঘেরে তারে অর্থহীনা মায়া । পথ লুপ্ত করে দিয়ে যে পথের করে সে নির্দেশ নাই তার শেষ । সে পথ ভুলায়ে লয় দিনে দিনে দূর হতে দূরে ধ্রুবতারাহীন অন্ধপুরে । অগ্নিবন্যা বিস্তারিয়া যে প্রলয় আনে মহাকাল, চন্দ্রস্বর্য লুপ্ত করে আবর্তে-ঘূর্ণিত জটাজাল, দিব্য দীপ্তিচ্ছটায় সে সাজে— বজ্রের ঝঞ্চনমন্দ্রে বক্ষে তার রুদ্রবীণা বাজে।