এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
> 8bア (2키 যে বিশ্বে বেদন হানে তাহারি দাহনে করে তার পবিত্র সৎকার জীর্ণ জগতের ভস্ম যুগাস্তের প্রচণ্ড নিশ্বাসে লুপ্ত হয় ঝঞ্জার বাতাসে। অবশেষে তপস্বীর তপস্যাবহির শিখা হতে নবসৃষ্টি উঠে আসে নিরঞ্জন নবীন আলোতে । দানব বিলুপ্তি আনে, আধারের পঙ্কিল বুদবুদে নিখিলের সৃষ্টি দেয় মুদে ; কণ্ঠ দেয় রুদ্ধ করি, বাণী হতে ছিন্ন করে স্থর, ভাষা হতে অর্থ করে দূর ; উদয়দিগন্তমুখে চাপা দেয় ঘন কালে আধি, প্রেমেরে সে ফেলে বাধি সংশয়ের ডোরে ; ভক্তিপাত্র শূন্ত করি শ্রদ্ধার অমৃত লয় হ’রে মূক অন্ধ মৃত্তিকার স্তর, জগদল শিলা দিয়ে রচে সেথ মুক্তির কবর। ১৪ সেপ্টেম্বর ১৯৩৪