এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
N 8 Gò কলুষিত শু্যামল প্রাণের উৎস হতে অবারিত পুণ্যস্রোতে ধৌত হয় এ বিশ্বধরণী দিবসরজনী । হে নগরী, আপনারে বঞ্চিত করেছ সেই স্বানে, রচিয়াছ আবরণ কঠিন পাষাণে । আছ নিত্য মলিন অশুচি, তোমার ললাট হতে গেছে ঘুচি প্রকৃতির স্বহস্তের লিখা আশীৰ্বাদটিকা । উষা দিব্যদীপ্তিহার তোমার দিগন্তে এসে। রজনীর তারা তোমার আকাশতুষ্ট জাতিচু্যত, নষ্ট মন্ত্র তার, বিক্ষুব্ধ নিদ্রার আলোড়নে ধ্যান তার অস্বচ্ছ আবিল, হারালো সে মিল পূজাগন্ধী নন্দনের পারিজাত-সাথে শান্তিহীন রাতে । হেথা সুন্দরের কোলে স্বর্গের বীণার স্থর ভ্ৰষ্ট হল ব’লে - উদ্ধত হয়েছে উধের বীভৎসের কোলাহল, কৃত্রিমের কারাগারে বন্দীদল