পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলুষিত > @ > প্রাণশক্তি তার মাঝে অক্ষুন্ন বিরাজে। স্বাস্থ্যহীন বীর্যহীন যে হীনতা ধ্বংসের বাহন গর্তখোদা ক্রিমিগণ তারি অনুচর, অতি ক্ষুদ্র তাই তারা অতি ভয়ংকর ; অগোচরে আনে মহামারী, শনির কলির দত্ত সর্বনাশ তারি। মন মোর কেঁদে আজ উঠে জাগি প্রবল মৃত্যুর লাগি। রুদ্র, জটাবন্ধ হতে করো মুক্ত বিরাট প্লাবন, নীচতার ক্লেদপঙ্কে করো রক্ষা ভীষণ ! পাবন ! তাণ্ডবনৃত্যের ভরে । দুর্বলের যে গ্লানিরে চূর্ণ করে যুগে যুগান্তরে কাপুরুষ নিজীবের সে নির্লজ্জ অপমানগুলি বিলুপ্ত করিয়া দিক উৎক্ষিপ্ত তোমার পদধূলি । শান্তিনিকেতন S 8 उठांच S७8२