পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ © ? অভু্যদয় শত শত লোক চলে শত শত পথে । তারি মাঝে কোথা কোন রথে সে আসিছে যার আজি নব অভু্যদয় । দিকুলক্ষ্মী গাহিল না জয় ; আজো রাজটিকা ললাটে হল না তার লিখা । নাই অস্ত্র, নাই সৈন্যদল, অফুট তাহার বাণী, কণ্ঠে নাহি বল। সে কি নিজে জানে আসিছে সে কী লাগিয়া, আসে কোনখানে । যুগের প্রচ্ছন্ন আশা করিছে রচনা তার অভ্যর্থনা কোন ভবিষ্যতে ; কোন অলক্ষিত পথে ত্যাসিতেছে অৰ্ঘ্যভার । আকাশে ধবনিছে বারম্বার—