এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
> t 8 প্রতীক্ষা গান আজি বরষনমুখরিত শ্রাবণরাতি । স্মৃতিবেদনার মালা একেলা গাথি । আজি কোন ভুলে ভুলি আাধার ঘরেতে রাখি ছয়ার খুলি— মনে হয়, বুঝি আসিবে সে মোর খরজনীর মরমসাথি । আসিছে সে ধারাজলে সুর লাগায়ে, নীপবনে পুলক জাগায়ে । যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে মিলন-আসনখানি রয়েছি পাতি । শান্তিনিকেতন ২১ শ্রাবণ ১৩৪২