পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হুটু S @ Q হায় হায়, এত প্রিয়, এতই দুর্লভ যে সঞ্চয় একদিনে অকস্মাৎ তারো যে ঘটিতে পারে লয় ! হে অসীম, তব বক্ষোমাঝে তার ব্যথা কিছুই না বাজে, স্বষ্টির নেপথ্যে সেও আছে তব দৃষ্টির ছায়ায়— স্তব্ধবীণা রঙ্গগৃহে মোরা বৃথা করি ‘হায় হায়’ । হে বৎসে, যা দিয়েছিলে আমাদের আনন্দভাণ্ডারে তারি স্মৃতিরূপে তুমি বিরাজ করিবে চারি ধারে । আমাদের আশ্রম-উৎসব যখনি জাগাবে গীতরব তখনি তাহার মাঝে অশ্রুত তোমার কণ্ঠস্বর অশ্রীর আভাস দিয়ে অভিষিক্ত করিবে অন্তর । [ শান্তিনিকেতন ] ১৮ মাঘ ১৩৪১