পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতীতের ছায়া > @ যুগাস্তের অশান্ত ফুৎকারে । অাজ আমি তোমার দোসর, আশ্রয় নিতেছি সেথা যেথা আছে মহা-অগোচর । তব অধিকার আজি দিনে দিনে ব্যাপ্ত হয়ে আসে আমার আয়ুর ইতিহাসে । সেথা তব সৃষ্টির মন্দিরদ্বারে আমার রচনাশালা স্থাপন করেছি এক ধারে তোমারি বিহারবনে ছায়াবীথিকায় । ক্লান্ত হল লোকমুখে খ্যাতির আগ্রহ : দুঃখ যত সয়েছি দুঃসহ তাপ তার করি আপগত মূর্তি তারে দিব নানামত আপনার মনে মনে । কলকোলাহলশান্ত জনশূন্ত তোমার প্রাঙ্গণে, যেখানে মিটেছে দ্বন্দ্ব মন্দ ও ভালোয়, তারার অালোয় সেখানে তোমার পাশে আমার আসন পাতা— কর্মহীন আমি সেথা বন্ধহীন সৃষ্টির বিধাতা । শান্তিনিকেতন ১৩ জুলাই - ২ অগস্ট ১৯৩৫