এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
SSలe জয়ী রূপহীন, বর্ণহীন, চিরস্তব্ধ, নাই শব্দ মুর, মহাতৃষ্ণ মরুতলে মেলিয়াছে আসন মৃত্যুর ; সে মহানৈঃশব্দ্য-মাঝে বেজে ওঠে মানবের বাণী “বাধা নাহি মানি’ । আস্ফালিছে লক্ষ লোল ফেনজিহবা নিষ্ঠুর নীলিমা— তরঙ্গতাণ্ডবী মৃত্যু, কোথা তার নাহি হেরি সীমা ; সে রুদ্র সমুদ্রতটে ধ্বনিতেছে মানবের বাণী “বাধা নাহি মানি’ । আদিতম যুগ হতে অন্তহীন অন্ধকারপথে আবর্তিছে বহ্নিচক্র কোটি কোটি নক্ষত্রের রথে ; দুর্গম রহস্য ভেদি সেথা উঠে মানবের বাণী “বাধা নাহি মানি’ । অণুতম অণুকণা আকাশে আকাশে নিত্যকাল বৰ্ষিয় বিদ্যুৎবিন্দু রচিছে রূপের ইন্দ্রজাল ; নিরুদ্ধ প্রবেশদ্বারে উঠে সেথ মানবের বাণী “বাধা নাহি মানি’ । চিত্তের গহনে যেথা তুরস্ত কামনা লোভ ক্রোধ আত্মঘাতী মত্ততায় করিছে মুক্তির দ্বার রোধ অন্ধতার অন্ধকারে উঠে সেথ মানবের বাণী ‘বাধা নাহি মানি ।