পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ペが、 পত্র অবকাশ ঘোরতর অল্প, অতএব কবে লিখি গল্প ! সময়টা বিনা কাজে ন্যস্ত, তা নিয়েই সর্বদা ব্যস্ত । তাই ছেড়ে দিতে হল শেষটা কলমের ব্যবহার-চেষ্টা । সারাবেলা চেয়ে থাকি শূন্তে, বুঝি গতজন্মের পুণ্যে পায় মোর উদাসীন চিত্ত রূপে রূপে অরূপের বিত্ত । নাই তার সঞ্চয়তৃষ্ণ, নষ্ট করাতে তার নিষ্ঠ । মৌমাছি-স্বভাবটা পায় নাই, ভবিষ্যতের কোনো দায় নাই । ভ্রমর যেমন মধু নিচ্ছে যখন যেমন তার ইচ্ছে । অকিঞ্চনের মতো কুঞ্জে নিত্য আলসরস ভুঞ্জে ।