পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XV)8 পত্র নিশীথিনী নেবে তারে বাহুতে, তার আগে খাবে কেন রাহুতে ? কলমটা তবে আজ তোলা থাক, স্তুতিনিন্দার দোলে দোলা থাক – আজি শুধু ধরণীর স্পর্শ এনে দিক অন্তিম হর্ষ। বোবা তরুলতিকার বাক্য দিক তারে অসীমের সাক্ষ্য ।