এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
У “е মুক্তি এ কথা ভাবি নি মনে, অন্ধকারে ভূমিতলে লুটি হয়তো সে করিতেছে খান খান তীব্রঘাতে আপনার অভিমান । দূর হতে দূরে গেন্থ সরে প্রত্যাখ্যানলাঞ্ছনার বোঝা বক্ষে ধ'রে । চরের বালুতে ঠেক পরিত্যক্ত তরীসম রহিল সে একা । আশ্বিনের ভোরবেলা চেয়ে দেখি পথে যেতে যেতে ক্ষীণ কুয়াশায় ঢাকা কচিধানখেতে দাড়িয়ে রয়েছে বক, দিগন্তে মেঘের গুচ্ছে তুলিয়াছে উষার অলক । সহসা উঠিল বলি হৃদয় অামার, দেখিলাম যাহা দেখিবার নির্মল আলোকে মোহমুক্ত চোখে । কামনার যে পিঞ্জরে শান্তিহীন অবরুদ্ধ ছিনু এতদিন নিষ্ঠুর আঘাতে তার ভেঙে গেছে দ্বার – নিরন্তর আকাজক্ষার এসেছি বাহিরে সীমাহীন বৈরাগ্যের তীরে । আপনারে শীর্ণ করি দিবসশর্বরী ছিন্ন জাগি