পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S१२ দুঃখী দুঃখী তুমি এক, যেতে যেতে কটাক্ষেতে পেলে দেখা— হোথা তুটি নরনারী নববসন্তের কুঞ্জবনে দক্ষিণ পবনে । বুঝি মনে হল, যেন চারি ধার সঙ্গীহীন তোমারেই দিতেছে ধিক্কার । মনে হল, রোমাঞ্চিত অরণ্যের কিশলয় এ তোমার নয় । ঘনপুঞ্জ অশোকমঞ্জরী বাতাসের আন্দোলনে ঝরি ঝরি প্রহরে প্রহরে যে নৃত্যের তরে বিছাইছে আস্তরণ বনবীথিময় সে তোমার নয় । ফাস্তুনের এই ছন্দ, এই গান, এই মাধুর্যের দান, যুগে যুগান্তরে শুধু মধুরের তরে কমলার আশীৰ্বাদ করিছে সঞ্চয়, সে তোমার নয় ।