এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
b-е প্রভু, নমস্কার সৃষ্টিতে তব আনন্দ আছে মমত্ব নাই তবু, ভাঙায় গড়ায় সমান তোমার লীলা । তব নিবারধারা যে বারতা বহি সাগরের পানে চলেছে আত্মহারা প্রতিবাদ তারি করিছে তোমার শিলা । দোহার এ দুই বাণী, ওগো উদাসীন, আপনার মনে সমান নিতেছ মানি— সকল বিরোধ তাই তো তোমায় চরমে হারায় বাণী । বর্তমানের ছবি দেখি যবে, দেখি, নাচে তার বুকে ভৈরব ভৈরবী। তুমি কী দেখিছ তুমিই তা জানো নিত্যকালের কবি— কোন কালিমার সমুদ্রকুলে উদয়াচলের রবি ।