পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিনে >bア\○ দিন গেছে মোর, বৃথা বয়ে গেছে রাতি, বসন্ত গেছে দ্বারে দিয়ে মিছে নাড়া ; খুজে পাই নাই শূন্য ঘরের সাথি— বকুলগন্ধে দিয়েছিল বুঝি সাড়া । আজি আশ্বিনে প্রিয়-ইঙ্গিত-সম নেমে আসে বাণী করুণকিরণ-ঢালা— চিরজীবনের হারানো বন্ধু মম, এবার এসেছে তোমারে খোজার পালা ।” শান্তিনিকেতন ৭ সেপ্টেম্বর ১৯৩৫