এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>bセー শেষ বহি লয়ে অতীতের সকল বেদনা, ক্লান্তি লয়ে, গ্লানি লয়ে, লয়ে মুহুর্তের আবর্জনা, লয়ে প্রীতি, লয়ে মুখস্মৃতি, আলিঙ্গন ধীরে ধীরে শিথিল করিয়া এই দেহ যেতেছে সরিয়া মোর কাছ হতে । সেই রিক্ত অবকাশ যে আলোতে পূর্ণ হয়ে আসে অনাসক্ত আনন্দ-উস্তাসে নির্মল পরশ তার খুলি দিল গত রজনীর দ্বার। নবজীবনের রেখা আলোরূপে প্রথম দিতেছে দেখা ; কোনো চিহ্ন পড়ে নাই তাহে, কোনো ভার ; ভাসিতেছে সত্তার প্রবাহে সৃষ্টির আদিম তারা-সম এ চৈতন্য মম ।