পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> S দুজন সূর্যাস্তদিগন্ত হতে বর্ণচ্ছটা উঠেছে উচ্ছ্বাসি। দুজনে বসেছে পাশাপাশি । সমস্ত শরীরে মনে লইতেছে টানি আকাশের বাণী । চোখেতে পলক নাই, মুখে নাই কথা, স্তব্ধ চঞ্চলতা । একদিন যুগলের যাত্রা হয়েছিল শুরু, বক্ষ করেছিল তুরু চুরু অনির্বচনীয় সুখে । বর্তমান মুহুর্তের দৃষ্টির সম্মুখে তাদের মিলনগ্রস্থি হয়েছিল বাধা । সে মুহূর্ত পরিপূর্ণ; নাই তাহে বাধা, দ্বন্দ্ব নাই, নাই ভয়, নাইকো সংশয় । সে মুহূর্ত বাশির গানের মতো ; অসীমতা তার কেন্দ্রে রয়েছে সংহত । সে মুহূর্ত উৎসের মতন ; একটি সংকীর্ণ মহাক্ষণ উচ্ছলিত দেয় ঢেলে আপনার সবকিছু দান ।