এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
SS(t দিনান্ত একাত্তরটি প্রদীপ-শিখা নিবল আয়ুর দেয়ালিতে, শমের সময় হল কবি এবার পালা-শেষের গীতে । গুণ টেনে তোর বয়েস চলে, পায়ে পায়ে এগিয়ে আনে মানস-সরোবরের পানে । অরূপ-কমল-বনে সেথায় স্তব্ধবাণীর বীণাপাণি— এত দিনের প্রাণের বাশি চরণে র্তার দাও রে আনি । ছন্দে কভু পতন ছিল, সুরে স্থলন ক্ষণে ক্ষণে, সেই অপরাধ করুণ হাতে ধৌত হবে বিস্মরণে । দৈবে যে গান গ্রানিবিহীন ফুলের মতো উঠল ফুটে আপন ব’লে নেবেন তাহাই প্রসন্ন তার স্মৃতিপুটে।