পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S2 * একাকী এল সন্ধ্যা তিমির বিস্তারি ; দেবদারু সারি সারি দোলে ক্ষণে ক্ষণে ফাঙ্কনের ক্ষুব্ধ সমীরণে । স্তব্ধতার বক্ষোমাঝে পল্লবমর্মর জাগায় অস্ফুট মন্ত্রস্বর। মনে হয় অনাদি সৃষ্টির পরপারে আপনি কে আপনারে শুধাইছে ভাষাহীন প্রশ্ন নিরন্তর ; অসংখ্য নক্ষত্র নিরুত্তর । অসীমের অদৃশ্য গুহায় কোনখানে নিরুদেশ-পানে লক্ষ্যহীন কালস্রোত চলে । আমি মগ্ন হয়ে আছি সুগভীর নৈঃশব্দ্যের তলে । ভাবি মনে মনে, এতদিন সঙ্গ যারা দিয়েছিল আমার জীবনে নিল তারা কতটুকু স্থান ?