এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>なybア একাকী আমার গভীরতম প্রাণ, আমার সুদূরতম আশা-আকাঙ্ক্ষার গোপন ধ্যানের অধিকার, ব্যর্থ ও সার্থক কামনায় রচিলাম যে স্বপ্নভুবন, যে আমার লীলানিকেতন এক প্রান্ত ব্যাপ্ত যার অসমাপ্ত অরূপসাধনে অন্য প্রান্ত কর্মের বাধনে, যে অভাবনীয়, অলক্ষিত উৎস হতে যে অমিয় জীবনের ভোজে চেতনারে ভরেছে সহজে, যে ভালোবাসার ব্যথা রহি রহি আনিয়া দিয়েছে বহি শ্রুত বা অশ্রুত সুর উৎকণ্ঠিত চিতে গীতে বা অগীতে— কতটুকু তাহাদের জানা আছে এল যারা কাছে ! ব্যক্ত অব্যক্তের স্বষ্টি এ মোর সংসারে আসে যায় এক ধারে, বিরহদিগন্তে পায় লয়— _ নিয়ে যায় লেশমাত্র পরিচয় । আপনার মাঝে এই বহুব্যাপী অজানারে ঢাকি স্তব্ধ আমি রয়েছি একাকী ।