এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
যাত্রাশেষে অনেক চাওয়া ফিরলি চেয়ে আশায় ভুলি, আজ যদি তোর শূন্ত হল ভিক্ষ-ঝুলি চমক তবে লাগুক তোরে, অধরা ধন দিক সে ভরে গোপন বঁধু, দেখতে কতু পাস নি যাকে । অভিসারের পথ বেড়ে যায় চলিস যত— পথের মাঝে মায়ার ছায়া অনেক—মতো । বসবি যবে ক্লান্তিভরে আঁচল পেতে ধুলার পরে, হঠাৎ পাশে আসবে সে যে পথের বাকে । এবার তবে করিস সারা কাঙাল-পনা— সমস্তদিন কাণাকড়ির হিসাব-গণ । শাস্ত হলে মিলবে চাবি, অন্তরেতে দেখতে পাবি