পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচিন মানুষ তুমি অচিন মানুষ ছিলে গোপন আপন গহন-তলে, কেন এলে চেনার সাজে ? তোমায় সাজ-সকালে পথে ঘাটে দেখি কতই ছলে আমার প্রতিদিনের মাঝে । তোমায় মিলিয়ে কবে নিলেম আপন আনাগোনার হাটে নানান পাস্থদলের সাথে, তোমায় কখনো বা দেখি আমার তপ্ত ধুলার বাটে কতু বাদল-ঝরা রাতে । তোমার ছবি আকা পড়ল আমার মনের সীমানাতে আমার আপন ছন্দে ছাদা, আমার সরু মোটা নানা তুলির নানান রেখাপাতে তোমার স্বরূপ পড়ল বাধা । তাই আজি আমার ক্লান্ত নয়ন, মনের-চোখে-দেখা ट्'व्ज़ চোখের-দেখায় হারা । দোহার পরিচয়ের তরীখানা বালুর চরে ঠেকা, সে অার পায় না স্রোতের ধারা । ও যে অচিন মানুষ– মন উহারে জানতে যদি চাহে জেনো মায়ার রঙ-মহলে, প্রাণে জাগুক্ তবে সেই মিলনের উৎসব-উৎসাহ যাহে বিরহদীপ জ্বলে ।